মানবদেহের অজানা ১০টি তথ্য

 সন্দেশ

পৃথিবীর সবচেয়ে জটিল গঠনতন্ত্র হচ্ছে মানবদেহ। কিন্তু এই জটিল দেহের কতটুকুই আমরা জানি । চলুন আজ যেনে নেই এই মানবদেহ নিয়ে কিছু অজানা ও মজার তথ্য।

১. মানবদেহের ৭০ শতাংশই পানি।

২. একজন মানুষের চামড়ার ওপর রয়েছে ১ কোটি লোমকূপ।

৩. মানুষের দেহের সবচেয়ে শক্তিশালী পেশি হল জিহ্বা।

৪. প্রত্যেক ব্যক্তিরই জিহবার ছাপ আলাদা, আঙ্গুলের ছাপের মতো।

৫. আমাদের মাথার খুলি ২৬ ধরণের ভিন্ন ভিন্ন হাড় দিয়ে তৈরি।

৬. সারাজীবনে ১০ হাজার লালা উৎপন্ন করে লালাগ্রন্থি।

৭. চোখ খোলা রেখে হাঁচি দেওয়া সম্ভব নয়। হাঁচির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬৫ কিলোমিটার।

৮. ১৮ বছর বয়সে মানুষের মস্তিস্কের গঠন বন্ধ হয়ে যায়। মস্তিস্ক কখনোই বিশ্রাম করেনা, ঘুমের মধ্যেও কাজ করতে থাকে।

৯. আমরা জন্মগ্রহণ করি ৩০০ হাড় নিয়ে কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেহে ২০৬ টি হাড় থাকে ।

১০. আ্পনি যদি ৭০ বছর বেঁচে খাকেন তবে এ সময় ৩০০ কোটিবার স্পন্দিত হবে হৃদপিন্ড।


7-in-1 Mini Electric Pressure Cooker, Rice Cooker, Steamer, Includes Free App with over 1900 Recipes, Stainless Steel, 3 Quart Electric Pressure Cooker, Rice Cooker, Steamer, Sauté, Includes Free App with over 1900 Recipes, Stainless Steel, 3 Quart

See more on Amazon


সর্বাধিক পঠিত