নবজাতকের বিষয়ে কিছু চমকপ্রদ তথ্য

 শিশু ও কিশোর

শিশুর যত্নের বিষয় হয়তো আপনি অনেক কিছুই জেনেছেন। কিন্তু আরও অনেক জিনিসই আছে যা আপনি জানেন না। আসুন জেনে নিই নবজাতকের বিষয়ে সেই অজানা বিষয়গুলো।

১. শিশু জন্মানোর সময় মাথায় সামান্য চুল থাকতে পারে আবার নাও থাকতে পারে, এটি স্বাভাবিক।

২. শিশুর ত্বক শুষ্ক ও চামড়া ওঠার সম্ভাবনা থাকতে পারে যা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।

৩. শিশুরা খুব পরিষ্কারভাবে দেখতে পায়না। তাই শিশু যাতে আপনার মুখ দেখতে পারে সেজন্য শিশুকে কোলে নিয়ে কথা বলুন।

৪. নবজাতক শিশু কান্না করলেও তার চোখে পানি আসেনা কয়েক সপ্তাহ যাবৎ। তাই শিশু কাঁদলেও চোখে পানি না আসলে অস্বাভাবিক ভাবার কারণ নেই।

৫. কখনো কখনো শিশুর মাথায় হলুদ আঁশের মত চামড়া দেখা যায় এবং এই সমস্যাটি ৬ মাস বয়স পর্যন্ত থাকতে পারে।

৬. কোন কোন শিশুর জন্মের সময়ই ১/২ টি দাঁত থাকতে পারে, এটা স্বাভাবিক।

৭. শিশুর চোখের বর্ণ আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে।

৮. শিশুর চুলের ধরন ও ঘনত্ব পরিবর্তিত হয়। কোঁকড়ানো চুল সোজা হয়ে যেতে পারে আবার সোজা চুল ও ঢেউ খেলানো হতে পারে।

৯. শিশু শুধু ক্ষুধা পেলেই কাঁদেনা আপনার সাথে যোগাযোগের জন্যও কাঁদে।

১০. রক্ত বের হতে পারে মনে করে আপনি হয়তো শিশুর নখ কাটতে ভয় পান। নখ না কাটলে সে এর দ্বারা নিজের শরীরে আঁচড় কাটতে পারে।

১১. শিশু ঘুমালেও চোখ পিট পিট করতে থাকে। বিভিন্ন ধরণের অভিব্যক্তি দেখা যায় তাদের মুখে যা খুবই আদুরে।

১২. সব শিশুরাই দীর্ঘ সময় ঘুমায় না। আপনার মনে হতে পারে যে, শিশুরা দিনের বেশীরভাগ সময়ই ঘুমিয়ে কাটায়। কিন্তু সব শিশুরাই নিরবিচ্ছিন্নভাবে দীর্ঘক্ষণ ঘুমায় না। অনেকেই টানা ২-৪ ঘন্টা ঘুমায়।